Thursday, February 23, 2017

অদ্ভুত সুন্দর হাহাকার!

আরো একটা বইমেলা চলে যাচ্ছে হুমায়ুনহীন, হুমায়ুন নিয়ে বইমেলার মাতামাতিটাও কমে আসছে। পৃথিবী তার নিজের নিয়মে পুরনোকে আস্তে আস্তে মুছে দিচ্ছে...

হুমায়ুন আহমেদ এর বই পড়ে আমি যে ব্যাপারটা খুব অনুভব করি তা হচ্ছে একটা "হাহাকার"! কোথায় কোন জগতে সে হাহাকারের জন্ম তা জানিনা কিন্তু "মনটা কেমন করে"; প্রবল ভালোবাসা, প্রবল মমতার সাথে প্রবল এক হাহাকার!

বেশ কয়েকটা বই পড়ছিলাম একসাথে, সবগুলোই প্রায় ফোনে বা প্যাডে! যখন যেটা হাতের কাছে পাই সেটায় যা থাকে তাই পড়ি, একই বই সবগুলোতে রাখার মত ধৈর্য্য হয়না। এর মাঝে একসাথে তিনটা বই পড়ছিলাম হুমায়ুনের যার একটামাত্র হার্ডকপি! একটা বইয়ের চরিত্রের সাথে আরেকটা মিলে যাচ্ছিল; ছাড়া ছাড়া করে পড়ার কারণে অন্য কোন গল্প হয়ে উঠছিল যেন। ব্যাপারটা থামাতেই হল...

"একটি সাইকেল ও কয়েকটি ডাহুক পাখি" বইটা মাত্র শেষ হল। অদ্ভুত নাম দেখেই পড়তে শুরু করে দেখি এত অদ্ভুত ভালো একটা বই আমি প্রথম পড়লাম! হুমায়ুনের শেষদিকের লেখাগুলো যে আবারো সেই সুন্দরের ধারায় ফিরে আসছিল এটি তার একটা প্রমাণ।

খুব ভালো লাগে লেখাগুলো, চরিত্রগুলোকে এত আপন মনে হয়! এত মায়া জমে যায় কয়েক ঘন্টায়! ওদের জন্য "মন কেমন করে"!

No comments:

Post a Comment