মিডয়াতে ডাক্তারেরা "কসাই", এটা মিডিয়া তৈরী করেছে "কাটতি বাড়ানো" সংবাদ এর জন্য, এ গল্প পুরনো...
কিন্তু মাধ্যমিক পরীক্ষার মত একটা পরীক্ষায় যখন "সৃজনশীল" প্রশ্নকর্তা "লোভী ডাক্তার" লিখে প্রশ্ন শুরু করেন তখন আসলেই সেটা একটা অশণী সংকেত!
আমার মাধ্যমিক এ কি প্রশ্ন এসেছে তা আমি এখনো মনে করতে পারি সেই পরীক্ষার একটা প্রশ্নে এমন বাক্য কি "বার্তা" দেয়!?
শিক্ষকদের সাথে কি ডাক্তারদের আলাদা কোন শত্রুতা ছিল কখনো!?
সব পেশাতেই কিছু সমস্যা/সীমাবদ্ধতা/অনিয়ম আছে, সেটা রাজনীতিবিদ, শিক্ষক থেকে পুলিশ হয়ে মৌলানা পর্যন্ত! এবং তার পরেও লোকে তাদের সন্তানদের "ডাক্তার" বানাতে চায়, সবাই " Aim In Life" রচনায় "ডাক্তার" হতে চায়! খোজ নিয়ে জানবেন "সেবা"খাতে ডাক্তারেরা যেটুকু করে তা অন্য কোন সেবাখাত করেনা! না করেনা!!
যেসকল অল্পসংখ্যক ডাক্তারেরা অনেক "আয়" করেন তাদের শ্রম/যোগ্যতা/দক্ষতার জন্যেই সেটা পান, উপরুন্ত সেটা "শিল্পপতিদের" কাছে "নস্যি"!
যেসকল অল্পসংখ্যক ডাক্তারেরা অনেক "আয়" করেন তাদের শ্রম/যোগ্যতা/দক্ষতার জন্যেই সেটা পান, উপরুন্ত সেটা "শিল্পপতিদের" কাছে "নস্যি"!
আপনি কখনোই অন্যকে ছোট করে নিজে বড় তো হতে পারবেনই না বরং নিজেদের সন্তানদের "লোভী" ডাক্তার হতেই "উৎসাহিত" করছেন।
দেশের কয়টা স্কুল কলেজে "যোগ্য" শিক্ষক আছে? তারা কেন স্কুলে না পড়িয়ে বাসায় শিক্ষার্থীদের আমন্ত্রণ জানান? কেন "পরিমলেরা" তৈরী হয়? ভার্সিটিতে কি হয়? কেন হয় এগুলো তো আমরা এভাবে বলিনা?
আর শিল্পপতিরা কবে থেকে সাধারণ জীবনযাপন শুরু করলেন তা তো জানলাম না! (করলে তা অবশ্যই প্রশংশনীয়!)
আর শিল্পপতিরা কবে থেকে সাধারণ জীবনযাপন শুরু করলেন তা তো জানলাম না! (করলে তা অবশ্যই প্রশংশনীয়!)
এহেন উর্বর-অযোগ্য-মানহীন প্রশ্নকর্তা ও সাথে জড়িত সকলকে জবাবদিহির আওতায় আনতে হবে।
না... ডাক্তারদের উচুতে তোলার জন্য নয়, আপনার সন্তানদের "ঠিক" শিক্ষাটা দেয়ার জন্যই এটি জরুরি!
না... ডাক্তারদের উচুতে তোলার জন্য নয়, আপনার সন্তানদের "ঠিক" শিক্ষাটা দেয়ার জন্যই এটি জরুরি!
No comments:
Post a Comment