নাইট ডিউটিতে আজ দলবলসহ এক লোকাল "হাম্বাদিক" তার ৯ মাসের শিশুকে নিয়ে আসছে; ইপিলেপ্সি উইথ নিউমোনাইটিস (ণিউমোনাইটিস এর কারণ হল খিঁচুনির মাঝেই আবার তার হাবলু মাকাল ফল বউটা বাচ্চাকে দুধ খাইয়েছে!) নিয়ে আসা শিশুকে তাদের হম্বিতম্বিকে ইগনোর করেই চিকিতসা দেয়া হইল - ভর্তি করে দিলাম ; বল্লাম খিঁচুনি আবার হলে কিন্তু ফরিদপুর নিতে হবে!তারাও আপত্তি করলনা।
এরমধ্য দুইটা মারামারির কেইস আসছে ; তাদের একজনের আঘাত বাম চোখের নিচে - খুব কষ্টে চোখ বাঁচিয়ে "নাইলন" দিয়ে সেলাই দিলাম! (এখানে সিল্ক/প্রোলিন নাই! দোকানেও নাই! সেলাই দেয়ার জন্য সুতা পরানোর সুই; নাই কোন টুথ ফরসেপ;স্কীন মার্জিন কাটতে হল একটা প্লাস্টিকের হাতলওয়ালা কাগজ-কাটার কাচি দিয়ে!) দুইজনের চেহারা মুটামুটি দেখার মত হইলে তারা শুরু করল "২৬" দিতেই হবে আলাপ! আমুক ডিজি তমুক চেয়ারম্যান এর সাথে কথা বলেন এইসব । সেইটাও ভুলায়ে ভালায়ে এড়িয়ে গেলাম।
ততক্ষণে হাম্বাদিকের ছেলেটা স্ট্যাবল; আর খিঁচুনি হয়নাই; এইবার বাসায় যাবে ওষুধ নিয়ে! কয়েকবার দেখে আসছি আর শেষবার ছাড়পত্র; তাও লিখে দিছি!
এইবার হাম্বাদিক সরাসরি বলল :"যাক এইবার একটু সাংবাদিকতা করি; (আমি ভাবলাম ভিক্টিমের নাম ধাম; আঘাতের ধরণ এইসব জানতে চাইবে!) শিতের দিন; আমারো পকেট খালি; আসেন একটু পকেট গরম করি ; আপনারে কিছু দেই আমি কিছু নেই! আমিও খুশি আপনিও খুশি! "
আমি থ! শুধু বল্লাম : "আপনার বাচ্চাটা ভালো আছে এইটা খুশির কিছু না!?"
বলদায় খালি বলদার মত হাসে আর হাত কচলায়! আমার মনে প্রশ্ন জাগে : "ফুটফুটে বাচ্চাটা কি মানুষ হবে!? এইরকম আবর্জনা হবে নাতো!?'
এরমধ্য দুইটা মারামারির কেইস আসছে ; তাদের একজনের আঘাত বাম চোখের নিচে - খুব কষ্টে চোখ বাঁচিয়ে "নাইলন" দিয়ে সেলাই দিলাম! (এখানে সিল্ক/প্রোলিন নাই! দোকানেও নাই! সেলাই দেয়ার জন্য সুতা পরানোর সুই; নাই কোন টুথ ফরসেপ;স্কীন মার্জিন কাটতে হল একটা প্লাস্টিকের হাতলওয়ালা কাগজ-কাটার কাচি দিয়ে!) দুইজনের চেহারা মুটামুটি দেখার মত হইলে তারা শুরু করল "২৬" দিতেই হবে আলাপ! আমুক ডিজি তমুক চেয়ারম্যান এর সাথে কথা বলেন এইসব । সেইটাও ভুলায়ে ভালায়ে এড়িয়ে গেলাম।
ততক্ষণে হাম্বাদিকের ছেলেটা স্ট্যাবল; আর খিঁচুনি হয়নাই; এইবার বাসায় যাবে ওষুধ নিয়ে! কয়েকবার দেখে আসছি আর শেষবার ছাড়পত্র; তাও লিখে দিছি!
এইবার হাম্বাদিক সরাসরি বলল :"যাক এইবার একটু সাংবাদিকতা করি; (আমি ভাবলাম ভিক্টিমের নাম ধাম; আঘাতের ধরণ এইসব জানতে চাইবে!) শিতের দিন; আমারো পকেট খালি; আসেন একটু পকেট গরম করি ; আপনারে কিছু দেই আমি কিছু নেই! আমিও খুশি আপনিও খুশি! "
আমি থ! শুধু বল্লাম : "আপনার বাচ্চাটা ভালো আছে এইটা খুশির কিছু না!?"
বলদায় খালি বলদার মত হাসে আর হাত কচলায়! আমার মনে প্রশ্ন জাগে : "ফুটফুটে বাচ্চাটা কি মানুষ হবে!? এইরকম আবর্জনা হবে নাতো!?'
posted from Bloggeroid