ছুটে চলেছি রাতের আধার কেটে সামনে ; সবাই আসলে সামনেই ছোটে তাইনা - পেছনে ছোটা যায়না; সেটাও আসলে পেছন-দিকে-সামনে ছোটা!
ছুটেই চলেছি আমি - আমরা; দিন - রাত; কোন এক উদ্দেশ্য নিয়ে; প্রতিদিন নতুন নতুন তাড়নায় ছুটে চলা! আসলে এই ছোটাছুটির অনেকটাই কি "আযথা"-"অর্থহীন"বা কখনো কখনো "আপেক্ষিক"না!?
মনে পড়ে গেল কোন এক গণিতবিদ নাকি তার প্রায় সারাজীবন কোন এক গাণিতিক সমস্যা সমাধানের চেষ্টা করার পর শেষ জীবনে এসে বুঝেছেন "এই সমস্যাটায় সমস্যা আছে"; মানে একটা ভুল "সমস্যা" সমাধানের চেষ্টায় তার পুরো জীবনের সময়টুকুই চলে গেছে; যেই সময় যে জীবন সে মাত্র "একবার"ই পেয়েছিল!
আহা-ইস! কী অপচয়! লোকটার "একমাত্র" জীবন-সময়টা কোন কাজেই লাগলোনা!
আমার কেন যেন মনে হয় অনেকের মত বা ওই "গণিতবিদ"এর মত আমারো জীবনটা অপচয় হয়ে যাবে! প্রায় আধটুকু সময় পার করেই ফেলেছি (সাধারণ হিসেব নিকেষে; যদিও নিমেষের কথা কে-ই বা বলতে পারে!)
কেন যেন এসব ভাবলে খুব আফসোস হয়; খুব!
অন্য হাজারটা দুনিয়ার মোহ-মুখোশ ও আমাকে স্বস্তি দেয়না!
ছুটেই চলেছি আমি - আমরা; দিন - রাত; কোন এক উদ্দেশ্য নিয়ে; প্রতিদিন নতুন নতুন তাড়নায় ছুটে চলা! আসলে এই ছোটাছুটির অনেকটাই কি "আযথা"-"অর্থহীন"বা কখনো কখনো "আপেক্ষিক"না!?
মনে পড়ে গেল কোন এক গণিতবিদ নাকি তার প্রায় সারাজীবন কোন এক গাণিতিক সমস্যা সমাধানের চেষ্টা করার পর শেষ জীবনে এসে বুঝেছেন "এই সমস্যাটায় সমস্যা আছে"; মানে একটা ভুল "সমস্যা" সমাধানের চেষ্টায় তার পুরো জীবনের সময়টুকুই চলে গেছে; যেই সময় যে জীবন সে মাত্র "একবার"ই পেয়েছিল!
আহা-ইস! কী অপচয়! লোকটার "একমাত্র" জীবন-সময়টা কোন কাজেই লাগলোনা!
আমার কেন যেন মনে হয় অনেকের মত বা ওই "গণিতবিদ"এর মত আমারো জীবনটা অপচয় হয়ে যাবে! প্রায় আধটুকু সময় পার করেই ফেলেছি (সাধারণ হিসেব নিকেষে; যদিও নিমেষের কথা কে-ই বা বলতে পারে!)
কেন যেন এসব ভাবলে খুব আফসোস হয়; খুব!
অন্য হাজারটা দুনিয়ার মোহ-মুখোশ ও আমাকে স্বস্তি দেয়না!
posted from Bloggeroid
No comments:
Post a Comment