Monday, December 15, 2014

হায়রে জাতি

সারা দুনিয়া যখন সুন্দরবনকে নিয়ে বিচলিত ; ভারত ইতিমধ্যে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে; জাতিসংঘ নিজেই চাইছে সাহায্য করতে সেইখানে আমাদের দেশের হর্তাকর্তাগন কি করবে তাই বুঝে উঠতে পারছেন না! তারা নাকি "জলবায়ু " না কি সন্মেলনে দেশের বাইরে তাই সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে!

সুন্দরবনের ভেতর দিয়ে নৌপথ বন্ধ করায় যেই সবাই সাধুবাদ দিচ্ছে সেই নৌমন্ত্রি মনে করিয়ে দিলেন: "না! না! ঐটা বন্ধ সাময়িক!"

দেশের মাথারা বলছেন : "যত ভাবা হয়েছিল তত ক্ষতি হবেনা"!
এই হচ্ছে এই দেশের অবস্থা! আরে বলদ গোড়াতেই তো গলদ!!!

আগে তো বুঝতে হবে "সুন্দরবন" কি জিনিষ; পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন; এর মানেটা কি!
বলদ দিয়ে পিটিয়ে হাল চাষ হয়; সুন্দরবন রক্ষা হয়না! এগুলো ভাবতেই মাথায় আগুন ধরে যায়; সব দরকারি যায়গায় আযোগ্য লোক বসে আছে!

ওরা হয়ত ভাবছে ; "ইসসিরে! কত্ত ত্যাল নষ্ট হইয়া গ্যালো! গ্যালন গ্যালন ত্যাল!"
হায়রে আভাগা জাতি ; দাত থাকতে কোনদিন দাতের মর্যাদা বুঝলিনা!

No comments:

Post a Comment