ধর্ম নিয়ে ব্যাবসা' কথাটা খুবই প্রচলিত! দেশে দেশে সে সে দেশের সং্খা গরিষ্ঠ লোকের ধর্ম (টার্গের কঞ্জুমার বাড়ে!) নিয়ে ব্যাবসা হয়!
আমাদের দেশেও ইসলাম নিয়ে ব্যাবসা হয়। মোল্লা - মৌ-লোভি'রা আল্লাহ'র নামে ব্যাবসা করে ; তাবিজ - কবজ দেয়; দাওয়া থেকে দিলে খুশ হাওয়া; সবকিছুতে আল্লাহর নামে তারা দুটো করে খায়। এদেশের ফুটপাতের হুজুর ("দাড়িয়াল" ভাই) থেকে আলিশান দালানের নুরানি বাবা সবাই কমবেশি আলাহর নামে ব্যাবসা করে।
তাই বলে টিভিসি তে "আল্লা লকেট" নিয়ে এমন ব্যাবসা! আপনি জাগতিক যত সুবিধার কথা মাথায় আনতে পারেন সেগুলো তো আছেই; সাথে "চেহারা সুন্দর হওয়া"ও আছে! আর এগুলো বলে যাচ্ছে একজন "উদার" তরুণী তার সেই লকেটখানি ঝুলিয়ে-দুলিয়ে! যেন এইটাও বাজারি জিনিষ ; একটা সাপ-খোপ বা হাতি-ঘোড়া!
আবার সাথে দুইটা "আল্লা" লকেট কিনলে একটা "মুহাম্মাদ" লকেট ফ্রি!
কিভাবে পারে এইগুলা!? মুর্খের দল!
হাউ ডেয়ার দে টু ডু দিজ!!! হাউ???
আমাদের দেশেও ইসলাম নিয়ে ব্যাবসা হয়। মোল্লা - মৌ-লোভি'রা আল্লাহ'র নামে ব্যাবসা করে ; তাবিজ - কবজ দেয়; দাওয়া থেকে দিলে খুশ হাওয়া; সবকিছুতে আল্লাহর নামে তারা দুটো করে খায়। এদেশের ফুটপাতের হুজুর ("দাড়িয়াল" ভাই) থেকে আলিশান দালানের নুরানি বাবা সবাই কমবেশি আলাহর নামে ব্যাবসা করে।
তাই বলে টিভিসি তে "আল্লা লকেট" নিয়ে এমন ব্যাবসা! আপনি জাগতিক যত সুবিধার কথা মাথায় আনতে পারেন সেগুলো তো আছেই; সাথে "চেহারা সুন্দর হওয়া"ও আছে! আর এগুলো বলে যাচ্ছে একজন "উদার" তরুণী তার সেই লকেটখানি ঝুলিয়ে-দুলিয়ে! যেন এইটাও বাজারি জিনিষ ; একটা সাপ-খোপ বা হাতি-ঘোড়া!
আবার সাথে দুইটা "আল্লা" লকেট কিনলে একটা "মুহাম্মাদ" লকেট ফ্রি!
কিভাবে পারে এইগুলা!? মুর্খের দল!
হাউ ডেয়ার দে টু ডু দিজ!!! হাউ???
posted from Bloggeroid
No comments:
Post a Comment