Saturday, May 23, 2020

সাম্মি নামাঃ ঘ তো কেমন বুড়ো!

সাম্মিকে মাম পড়াচ্ছে...
একটা বর্ণ মেলানোর খেলা আছে বইতে, এরপর কি হবে সেই বর্ণ কি সেটা খুঁজে পেতে হবে।

ক, খ, গ এর পর ঘ এর বেলা আসতেই
সাম্মি বলে উঠলোঃ
 - ঘ তো কেমন বুড়ো!

(একটা বর্ণ যে বুড়ো দেখাতে পারে সেটা শিশুরা ছাড়া বোধকরি কেউ ভাবতে পারেনা বা ভাবার ব্যাপারটা হারিয়ে ফেলে!)

২৩/০৫/২০২০ 

No comments:

Post a Comment