Friday, May 8, 2020

আমিই কি তবে ভুল !?

যবে থেকে একটু বুদ্ধিশুদ্ধি হইছে; হালকা বুঝতে শিখছি, শুধু মনে হয়: "নাহ্, এইটা তো হবার কথা না... এমন তো নিয়ম না... সত্যিকারের আলোর পথ তো এইটা না...!"

বারবার সত্য মনে হয় কবিতার এই লাইনগুলো:
"আমি জানি সবকিছু নষ্টদের অধিকারে যাবে!"
" অদ্ভুত উটের পিঠে চলেছে স্বদেশ!"

তারপরেও তো দেশ টিকে আছে, থাকে, থাকছে...
সবাই যে যার মত ভালই আছে, বেঁচে আছে, ফুর্তি করছে, জীবনকে "ইঞ্জয়" করছে...

কষ্ট পাচ্ছি শুধু আমি আমার "চিন্তা" নিয়ে!

তবে কি আমিই ভুল?

নাকি আমার নতুন পরিচয় নেবার সময় হয়েছে..."বুদ্ধিজীবী"! 🤣

For god sake hold your "love" and let me "use my tongue"!

০৮/০৫/২০২০

No comments:

Post a Comment