দুরন্ত টিভিতে মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে শেখ মুজিবের জীবিনের ছোট ছোট ঘটনা কিছু ছবির সাথে দেখাচ্ছিল। এটা বেশ কয়েকটা চ্যানেলেই দেখায়, তবে দুরন্ততে প্রায়ই দেখায়। অবশ্য আমাদের বাসার দুরন্ত ছাড়া কিছু চলছে না বলে হয়ত বাকি চ্যানেলে বেশী দেখায় না কম দেখায় সেটা বলা যাচ্ছেনা।
- বাবা! রাজনীতি কি?
- ম... রাজনীতি হচ্ছে "রাজার নীতি"!
- মানে?
- এই মনে কর একটা দেশে রাজা থাকে না। সেই রাজাটা তার দেশকে চালানোর জন্য, দেশের ভালো করার জন্য কিছু নিয়ম থাকে... এই যেমন দুষ্টুদের সাজা দিবে, যারা ভালো তাদের পুরষ্কার দিবে, রাস্তাঘাট সুন্দর করে বানাবে, প্রজাদের যেন কষ্ট না হয় সেই ব্যবস্থা করবে, ছোটদের জন্য স্কুল বানাবে... রাজার এইসব করার নিয়ম মানেই রাজনীতি!
(কিছুমাত্র দেরী না করে... )
- এইসব করলে জেলে যেতে হয়!?
- না! কেন? এই কথা কেন মনে হল!?
- তাহলে বঙ্গবন্ধু এইসব করত না?
- হ্যাঁ করত তো!
- তাহলে বঙ্গবন্ধুকে জেলে যেতে হয়েছিল কেন!?
(ঐ টিভির জের...!)
কি করে যে বলি বঙ্গবন্ধুকে কেন জেলে যেতে হয়েছিল!?
কি করে বলি যে আমরাই তাকে মেরে ফেলেছিলাম রে মা!
২২/০৫/২০২০
- বাবা! রাজনীতি কি?
- ম... রাজনীতি হচ্ছে "রাজার নীতি"!
- মানে?
- এই মনে কর একটা দেশে রাজা থাকে না। সেই রাজাটা তার দেশকে চালানোর জন্য, দেশের ভালো করার জন্য কিছু নিয়ম থাকে... এই যেমন দুষ্টুদের সাজা দিবে, যারা ভালো তাদের পুরষ্কার দিবে, রাস্তাঘাট সুন্দর করে বানাবে, প্রজাদের যেন কষ্ট না হয় সেই ব্যবস্থা করবে, ছোটদের জন্য স্কুল বানাবে... রাজার এইসব করার নিয়ম মানেই রাজনীতি!
(কিছুমাত্র দেরী না করে... )
- এইসব করলে জেলে যেতে হয়!?
- না! কেন? এই কথা কেন মনে হল!?
- তাহলে বঙ্গবন্ধু এইসব করত না?
- হ্যাঁ করত তো!
- তাহলে বঙ্গবন্ধুকে জেলে যেতে হয়েছিল কেন!?
(ঐ টিভির জের...!)
কি করে যে বলি বঙ্গবন্ধুকে কেন জেলে যেতে হয়েছিল!?
কি করে বলি যে আমরাই তাকে মেরে ফেলেছিলাম রে মা!
২২/০৫/২০২০
No comments:
Post a Comment