Monday, May 11, 2015

চির পরিচিত

আমার বাড়িতে নিজ এলাকায় একটা চেম্বারে একদিন :
একজন মধ্যবয়েসি ভদ্রমহিলা ঢুকলেন। 

- কি বাজান! কেমন আছ?

আমি বরাবরের মত নিজের স্মৃতিশক্তির সবটুকু উজাড় করে বোঝার চেষ্টা করছি কে ইনি!?
- আমি... ঠিক চিনলামনা আপনাকে।

- আমারে চিনলানা!!! হা...রে...বাজান আমারে চেনোনা! আমি তুমার অমুক পাড়ার অমুক কাকার আমুক হই! তুমারে এই এট্টু দেখছি!

- (আমি খুব লজ্জিত ও কাঁচুমাচু হয়ে) না মানে আমি তো আসলে বাড়িতে অত থাকিনাই তাই সবাইরে চিনিনা; আস্তে আস্তে চিনব!

এরপর অনেক কথা হইল তারে একটা এক্স রে করতে বল্লাম ভাংগা পায়ের প্লাস্টার খোলার জন্য। বল্লাম এক্স-রে টা হাসপাতালে করিয়ে আমাকে কোয়ার্টারে দেখাইয়েন!

- তুমার কোয়ার্টার তো চিনিনা!
- হাসপাতাল চেনেনা না; অইখানে গিয়ে আমার নাম বললে কাউরে দেখায়ে দিবে! হাসপাতালের ভিতরেই কোয়ার্টার!

- তা বাবা তুমার নাম জানি কি!???

No comments:

Post a Comment