এমন একটা নাইট গেল যে
চাকরি করার ইচ্ছা প্রশ্নবিদ্ধ! এতটুকুও
বিশ্রাম নাই পুরো রাতে ; দুই চেয়ারম্যান
এর রোগী দিয়ে শুরু; রেফার করা
যাবেনা-টেন্ডোএকিলিস রিপেয়ার কর! এরপর ডায়রিয়া জোয়ার সেগুলো ম্যানেজ কর; কোত্থেকে এক মাইক্রো ড্রাইভার আসছে ; বাড়ি দূরে সাথে নাই টাকা হইছে
অ্যাপেন্ডিসাইটিস! তারে স্যালাইন, ওষুধ, ক্যানুলা জোগাড় করে দিলাম; এরপর প্রেগন্যান্সি কেস ; একবারে ৩ জন এর মাঝে একজন প্রি একলামসিয়া (তারাও ফরিদপুর মেডিকেলে যাবেনা কারণ
যাবার মত সামর্থ তাদের নাই!!!!)- আর শেষ সময়টা গেল একটা নিওনেটকে আম্বু দিতে দিতে
জ্যান্ত রাখার চেষ্টায়! (তবে এইখানে আমার স্যাকমো খুবই ভাইটাল রোল প্লে করেছে ;
সে মুরুব্বী টাইপ মানুষ
আমাকে খুবই সম্মান ও সহযোগীতা করেছে; তারচেয়ে বড় কথা বাচ্চাটাকে মাউথ টু মাউথ তো দিয়েছেই; সাকার নাই বলে স্যালাইন সেট এই টিউব কেটে নিজের
মুখ দিয়ে সাকশন দিয়েছে!)
সবমিলে এমন ব্যাস্ত
অবস্থা কেবল আমি একটা টারশিয়ারি লেভেল হাসপাতালেই চিন্তা করতে পারি! সেইখানে আমার
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই অবস্থা!ঢাল নাই তলোয়ার নাই; নিধিরাম "ডাক্তার"!
No comments:
Post a Comment