Monday, May 11, 2015

খেরোখাতা

আমি আমার জীবনটা এভাবেই এই সাদামাটাভাবেই কাটিয়ে দিতে চাই! তবে পারব বলে মনেহয় না; আমার চারিপাশে অনেক রকম ক্লেদের আতিআদরণীয় চাষবাস! তার অনেকটা আমার গায়েও লাগে; আমি একজন পারিবারিক জীব হিসেবে কাউকে কাউকে আকড়ে-জাপটে রাখতে ভাই; এতে তাদের তার গায়ের সুগন্ধ -উত্তাপ ছায়া যেমন আমি উপভোগ করি; তেমনি কখনো কখনো আদরের সাথে গায়ে মাখা কাদাটুকুও আমার লাগে লেপ্টে যায়; আমি আতকে উঠি! কিন্তু ঐ পর্যন্তই!  আমার আর কিছুই করার থাকেনা; চেপে যাই; চেপে রাখি! এই এই এলি চেপে রাখাটুকু এক্কেবারেই নিজের; নিজস্ব!এইটা আর কারো না!

আমি আমার শিক্ষককে আনুভব করছি এখন; আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক;আমার সারা জীবনের সবচাইতে বড় আশির্বাদ আমার বাবা! এখনও আমি তোমার কেশাগ্রতুল্য হতে পারিনি; যতসামান্যটুকু আসমান্যতাও নিজের মাঝে নিতে পারিনি; কি করে আর পারি!বুঝতেই সময় চলে গেল এক জীবন! এমনই মহামূর্খ আমি!

খোদা যেন আমাকে আরো তার মত করেন! তাকে তেমন রাখেন যেমন করে তিনি তার সবটা দিয়ে আমাকে আগলে রেখেছেন আমার সারাটা সময়!

২৬.০৩.১০১৫

No comments:

Post a Comment