আজকের তারিখ টি একটু ব্যতিক্রম। এটি একটি প্যালিনড্রোম ( অর্থাৎ সামনে থেকে এবং পিছন থেকে সমান)
আজকের তারিখ ৭-১০-২০১৭ উল্টো দিক থেকেও তাই। যেমন ৭১০২-০১-৭!
অন্যান্য সব ভাষার মত বাংলাতেও সুন্দর প্যালিনন্ড্রোম আছে!
এমন কয়েকটা সুন্দর প্যালিনড্রোম...................
কিছু শব্দঃ
কিছু বাক্য বা নামঃ
বাংলাভাষায় কিছু বড় প্যালিনড্রোম হল: (জানামতে)
• তোল হস্তে আরে খা রে আস্তে হল তো?
• বিরহে রাধা নয়ন ধারা হেরবি
• চেনা সে ছেলে বলেছে সে নাচে!
• কীর্তন মঞ্চ পড়ে পঞ্চম নর্তকী !
দাদাঠাকুর শরৎচন্দ্র পণ্ডিতই প্রথম বাঙালি যিনি বাংলায় প্যালিনড্রোম নিয়ে গভীরভাবে চর্চা করেছেন। দাদাঠাকুর সম্পাদিত ‘বিদূষক’ পত্রিকায় তিনি অনেক বাংলা প্যালিনড্রোম বাঙালিকে উপহার দিয়েছেন।
কাক কাঁদে কাঁক কা
চেনা সে ছেলে বলেছে সে নাচে
তাল বনে নেব লতা
মার কথা থাক রমা
রমা তো মামা তোমার
চার সের চা
বেনে তেল সলতে নেবে
ক্ষীর রস সর রক্ষী
কেবল ভুল বকে
দাস কোথা থাকো সদা?
নিমাই খসে সেখ ইমানি
থাক রবি কবির কথা
বিরহে রাধা নয়ন ধারা হেরবি – ইত্যাদি হল দাদাঠাকুর সৃষ্ট অমর প্যালিনড্রোম।
তাঁর সৃষ্টি একটি প্যালিন্ড্রমিক পক্ততিমালাঃ
"রাধা নাচে অচেনা ধারা
রাজন্যগণ তরঙ্গরত, নগণ্য জরা
কীলক-সঙ্গ নয়নঙ্গ সকল কী?
কীর্তন মঞ্চ‘পরে পঞ্চম নর্তকী"
আশ্চর্যের ব্যাপার এই যে খ্রীষ্টধর্ম অনুযায়ী পৃথিবীর প্রথম শব্দ ছিল প্যালিনড্রোম!!!!!!
আদম প্রথম ইভকে প্রথম বলেছিল:
"MADAM 'I'M ADAM"!
আজকের তারিখ ৭-১০-২০১৭ উল্টো দিক থেকেও তাই। যেমন ৭১০২-০১-৭!
অন্যান্য সব ভাষার মত বাংলাতেও সুন্দর প্যালিনন্ড্রোম আছে!
এমন কয়েকটা সুন্দর প্যালিনড্রোম...................
কিছু শব্দঃ
- ইহাই
- কনক
- কালিকা
- খামোখা
- জলজ
- তখত
- তফাত
- দরদ
- নন্দন
- নবজীবন
- নবীন
- নয়ন
- নরুন
- নিড়ানি
- বনমানব
- বলিব
- বাহবা
- মরম
- মলম
- মহিম
- সন্ত্রাস
- সন্ন্যাস
- সরস
- সরেস
- সহিস
- হুবহু
কিছু বাক্য বা নামঃ
- ইলু দলুই
- ওর মা আজ আমারও
- কাক কাঁদে কাঁক কা
- কাকা তো কাকা
- কীর্তন মঞ্চ পরে পঞ্চম নর্তকী
- কেবল ভুল বকে
- ক্ষীর রস সর রক্ষী
- খা সমস্ত রুটি রুস্তম সখা
- চার সের চা
- চেনা সে ছেলে বলেছে সে নাচে
- ঠাকুরদাদার কুঠা
- তাল বনে নেব লতা
- তুমি কি মিতু
- তোল হস্তে আরে খা রে আস্তে হল তো?
- থাক রবি কবির কথা
- দাস কোথা থাকো সদা?
- দেবী দে
- না না কেনা না
- না বললে লব না
- নাম লেখালেম না
- নিধুরাম রাধুনি
- নিমাই খসে সেখ ইমানি
- বই চাইব
- বল খেলব
- বিকল্প কবি
- বিরহে রাধা নয়ন ধারা হেরবি
- বেনে তেল সলতে নেবে
- মামাতো মামা
- মার কথা থাক রমা
- মীমার মামী
- রবীন দা দানবীর
- রমা তো মামা তোমার
- রমাকান্ত কামার (এইটাই সবচে জনপ্রিয়)
- রায়মণি ময়রা
- সদাই দাস
- সদানন দাস
- সীমার মাসী
- সুবর্ণা বসু
- সুবললাল বসু
- হারান রাহা
বাংলাভাষায় কিছু বড় প্যালিনড্রোম হল: (জানামতে)
• তোল হস্তে আরে খা রে আস্তে হল তো?
• বিরহে রাধা নয়ন ধারা হেরবি
• চেনা সে ছেলে বলেছে সে নাচে!
• কীর্তন মঞ্চ পড়ে পঞ্চম নর্তকী !
দাদাঠাকুর শরৎচন্দ্র পণ্ডিতই প্রথম বাঙালি যিনি বাংলায় প্যালিনড্রোম নিয়ে গভীরভাবে চর্চা করেছেন। দাদাঠাকুর সম্পাদিত ‘বিদূষক’ পত্রিকায় তিনি অনেক বাংলা প্যালিনড্রোম বাঙালিকে উপহার দিয়েছেন।
কাক কাঁদে কাঁক কা
চেনা সে ছেলে বলেছে সে নাচে
তাল বনে নেব লতা
মার কথা থাক রমা
রমা তো মামা তোমার
চার সের চা
বেনে তেল সলতে নেবে
ক্ষীর রস সর রক্ষী
কেবল ভুল বকে
দাস কোথা থাকো সদা?
নিমাই খসে সেখ ইমানি
থাক রবি কবির কথা
বিরহে রাধা নয়ন ধারা হেরবি – ইত্যাদি হল দাদাঠাকুর সৃষ্ট অমর প্যালিনড্রোম।
তাঁর সৃষ্টি একটি প্যালিন্ড্রমিক পক্ততিমালাঃ
"রাধা নাচে অচেনা ধারা
রাজন্যগণ তরঙ্গরত, নগণ্য জরা
কীলক-সঙ্গ নয়নঙ্গ সকল কী?
কীর্তন মঞ্চ‘পরে পঞ্চম নর্তকী"
আশ্চর্যের ব্যাপার এই যে খ্রীষ্টধর্ম অনুযায়ী পৃথিবীর প্রথম শব্দ ছিল প্যালিনড্রোম!!!!!!
আদম প্রথম ইভকে প্রথম বলেছিল:
"MADAM 'I'M ADAM"!
No comments:
Post a Comment