Friday, October 6, 2017

গ্যালকো আছে গ্যালকো! থাকলে দাও!

আমার মেয়ে টিভি খুব একটা দেখেনা কিন্তু সে কোন একসময় কোন বিজ্ঞাপন দেখেছে। সেইটাই আওড়াচ্ছে আজ:

গ্যালকো আছে, গ্যালকো! থাকলে দাও!

খুব গম্ভীর মুখে সে বলে বেড়াচ্ছে! এত বিজ্ঞাপন থাকতে, এত জিংগেল, এত পাঞ্চ লাইন থাকতে সে খুঁজে পেয়েছে এমন একটা লাইন যে বিজ্ঞাপন আমি নিজেও দেখেছি বলে মনে পড়েনা

... গ্যালকো আছে গ্যালকো! থাকলে দাও!!

০৪/১০/২০১৭

No comments:

Post a Comment