এটি একটি "আবেগবর্জিত", "যুক্তিপূর্ণ" মতামত।
এখানকার একটি বিষয়ে আসলেই আমি জোর দিতে চাই, আমাদের "আত্মসম্মানবোধ" খুব কম হলেও "আত্মঅহমিকা" খুবই বেশী!
জ্ঞানের তিনটি স্তর আছে,
প্রথম স্তরে ব্যক্তি কিছু জানেনা এবং তার অহংকারও থাকেনা।
দ্বিতীয় স্তরে সে কিছু জানে এবং তার সেই জানা নিয়ে অহংকারের শেষ থাকেনা।
কিন্তু তৃতীয় স্তরে এসে যখন আরো জানতে থাকে, তখন সে অবিষ্কার করে সে আসলে কিছুই জানেনা! তার জ্ঞান আসলে সীমিত! তখন সে বিনয়ী হয় ও সত্যিকারের জ্ঞানী হয়।
আমরা সবাই বোধকরি ২য় স্তরে আটকে থাকি, খুব কম সংখ্যক ডাক্তার/মানুষই ৩য় স্তরে যায়।
সুতরাং আমরা আফসোস করতেই পারি! 😰
No comments:
Post a Comment