Friday, September 8, 2017

কি হয়, কেন হয় - সিরিজ

আমরা যা জানি তার মাঝে একটা ধোঁয়াশা আছে।

যেমন আমরা ভাবি সিগারেট খেলে সিগারেটের নিকোটিন এর জন্য ফুসফুসে ক্যান্সার হয়, আসলে কিন্তু তা না। নিকোটিন মোটেও কারসিনোজেনিক (যারা ক্যান্সার করার জন্য দায়ী) না!

ক্যান্সার হয় ধোয়া যেটা "পান" করা হয় সেইটার উত্তাপের কারণে ফুসফুসের স্কোয়ামাস এপিথেলিয়াম মেটাপ্লাসিয়া হয় বলে।

আর ধুমপান আসক্তি কাটানোর জন্য "নিকোটিন চুইংগাম" এর কথা তো সবাই জানিই। সেটা তো ধনী দেশগুলোতে প্রচলিত আছেই, নিকোটিন তাই আসলে ক্যান্সার করেনা!

No comments:

Post a Comment