Sunday, May 28, 2017

অধঃপতন

আর কত নীচে নামাবে আমায় তুমি
নীচে নামতে নামতে নামতে আমার নাম যখন "পিয়ন" হয়ে যাবে তখনও তুমি আমায় আরো নীচে নামাবে!?
অথবা অধঃপতনে যেতে যেতে একদিন আমি "আসগর" হয়ে গেলাম...
তারপরেও তুমি আমায় বলবে "আরো নীচে ণামো"!
যে গতিতে নীচে নেমেছি তাতে আমার পার হয়ে গেছে ১৮০ দিন, আমি কি আরো "আস্তে" নীচে নামবো?
আমাকে নীচে নামিয়ে তুমি চলে যাচ্ছ আকাশে, আমি আরো নীচে নেমে যাচ্ছি... যাচ্ছি... যাচ্ছি...
তোমার সাথে আমার আপেক্ষিক নীচুতা বাড়ছে..
আমি সবাইকে "উচু" করে দিয়ে নীচে নামছি,
এমনকি নীচতলা বা তিনতলা থেকে পাচতলাতে এসেও আমি নীচেই নেমেছি।
তুমি আমাকে আরো নীচে নামতে বলছ!?
আর কত নীচে মানলে তুমি বলবে..
আর নেমো না, কারণ
আর নীচে নামা যায়না!

No comments:

Post a Comment