আজ এক অভূতপূর্ব সমাবেশ হল; অভূতপূর্ব বলছি এই কারণে যে কোন নেতার তুষ্টি অর্জনে নয়; কোন পোষ্ট প্রোমোশন নয়; দলীয় রুটি হালুয়ার লোভে নয়; সম্পূর্ণ নিজ মর্যাদার জন্য নিজের পকেটের টাকা খরচ করে দেশের পুরো একটা অংশের দূর-দূরান্তের যেসকল মানুষ একসাথে হয়েছিলেন তা সত্যিই আমাদের আশার আলো দেখায়!
এমন একটি সুশৃংখল ও আহিংশ সমাবেশের পেছনের ও সামনের সারির সকলকে আজস্র ধন্যবাদ। বিশেষকরে বাহার স্যারকে "স্যালুট"; ডাক্তাররাও তাদের মেরুদন্ড সসোজা করে দাড়াতে পারে শুধুমাত্র এটি বোঝানোর জন্যই তাকে আযুত "লাল সালাম"!
তবে কোন হার্ডলাইন নির্দেশনা আসেনি এ সমাবেশ থেকে; যেগুলো সফটলাইন নির্দেশনা এসেছে সেগুলো হল:
-আমরা আমাদের আগের নিয়মেই আমরাই বেতন বিল সাইন করব;
-আগামী ২১ তারিখ প্রেস ক্লাবে সংবাদ সন্মেলন করা হবে এবং
-আগামী ২৪ তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ থেকে চুড়ান্ত কর্মপরিকল্পনা
কিন্তু.....
এই অল্প অল্প; একটু আধটু করে এগোতে থাকলে আন্দোলন ঝিমিয়ে না যায়! আমরা পেশাজীবিরা ছাত্রদের মত পুরোটা সময় যেমন আন্দোলনে দিতে পারবনা তেমনি গণ-মানুষের সমস্যা যেহেতু নয়; সেহেতু এতে গণ-জাগরণও সম্ভব নয়!
সেহেতু আমাদের এগুতে হবে আরো উদ্যমে; আরো "প্রণব-নাদ-প্রচন্ড" হয়ে; দেখাতে হবে আমরাও "আকাশ হতে বজ্র হয়ে ঝরতে জানি"!
বাসের শ্রমিক যারা মোটামুটি দিন আনে দিন খায় টাইপ; তারা "অন্যায়ভাবে" ৭ ঘন্টা বাস বন্ধ রেখে দাবী আদায়ের (অন্যায় দাবী) অংগীকার নিতে পারে আর আমরা এত্ত এত্ত ডাক্তার একদিন কি "স্ট্যাচু" হয়ে থাকতে পারিনা!
মাত্র "এক" দিন!
স্ট্যাচু মানে স্ট্যাচু! কিচ্ছু করা যাবেনা; কোন ইমার্জেন্সি না; কোন প্রাইভেট প্রাক্টিস না!
এতে করে কোন ডাক্তার না খেয়ে মারা যাবেনা এইটা নিশ্চিত; কোন কোন দুর্ভাগা রোগীকে হয়ত মূল্য দিতে হতে পারে! কিন্তু কিছু করার নাই; রাজনীতির বলি-গুলিতে এত মানুষ মারা যায় তার বদলে এইটুকু ত্যাগস্বীকার করতেই হবে!
এই "একদিন"এর ত্যাগস্বীকার সারাজীবনের জন্য আজ ও আগামীর সকল ডাক্তারদের নটকর্ড থেকে মেরুদন্ড সোজা করে দেবে! কোন সন্দেহ নাই!
হবে সেই একদিন!!?
কবে?
No comments:
Post a Comment