Saturday, October 10, 2015

তুমি যে কি জানো না; তা কি তুমি জানো!?

আমাকে ছোটবেলায় এক স্যার বলেছিলেন : "আচ্ছা তুমি যে 'কি' জানো না; তা কি তুমি জানো?"

কোন কিছু জানতে হলে; আরো-দূর এগোতে হলে এই "কি" জানা খুবঈ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার!

তেমনি...

কোন "সমস্যা"র সমাধান করার একটা অলিখিত শর্ত হচ্ছে সেইটা যে একটা "সমস্যা" এই ব্যাপারটা নিশ্চিত হওয়া। আমরা এই ধাপ নিয়ে কখনো ভাবিই না কারণ ভাবতেই হয়না; আমাদের সহজাত যুক্তিবুদ্ধি আমাদের বলে দেয় "সমস্যা"টা একটা সত্যিকারের "সমস্যা"!

কিন্তু বর্তমানে দেশের এত এত সমস্যা এগুলোর কোন সমাধান হচ্ছেনা এই গোড়ার ধাপটাই নাই বলে! এই সমস্যাগুলোকে আগে স্বীকার করতে হবে সরকারকে যে আসলেই এগুলোই আমাদের "সমস্যা"; তারপরই কেবল সেগুলোর সমাধান সম্ভব!

শুধু ও কেবলমাত্র শুধু তবেই....
মেডিকেল ভর্তি ও পরীক্ষা নিয়ে জট কাটবে
শিক্ষকদের চাওয়া পাওয়া মিলবে
সরকারী বেতন স্কেল নিয়ে সমস্যাও মিটবে
দেশে জংগীবাদের সুরাহাও হবে
বিদেশীরাও এ দেশকে "অনিরাপদ" ভাববে না
ছোট্ট শিশুটির "লাইসেন্সড" পিস্তলের গুলি লাগবেনা

তাই আসুন "সমস্যা" চিনতে শিখি; স্বীকার করতে শিখি ; হ্যা এইটাই "সমস্যা"!

No comments:

Post a Comment