Friday, October 2, 2015

হিন্দি গান ও আল্লা-খুদা

হিন্দী গানে যে পরিমাণ আল্লাহ; খুদা; রাব এইসব শব্দ ব্যাবহার করা হয় সেই তুলনায় ওদের গনশা-দেবা খুবই নগন্য!
ব্যাপারটা এমন কি করে হল!?
কিছু কিছু গানে আবার "খুদা জানে.. তু বান গায়ে হু মেরে খুদা!" বলে সরাসরি শিরক করা হয়েছে! গানটা যতই ভালো লাগুক (ভালো লাগবেই; আমারো লাগে কারণ শয়তান এইটাই চায়; এইটাই "নিউ ওয়ার্ল্ড অর্ডার"!) সাবধান থাকতে হবে ; খুব খিয়াল কইরা!

আবার ওরাই কয়েকবছর আগে দেবদাসে বাড়ির বউ আর নটী (চরিত্রায়ণে ঐশ্বরিয়া আর মাধুরী দীক্ষিত)
একসাথে নাচার দৃশ্যে হলভর্তি লোকে নাকি ছি: ছি: করে উঠেছিল! এখন আবার সেই আধুনিক নটীদের অন্যতম সানি'কে যেভাবে "লালন-পালন" করছে তা বিশ্বয়কর!

No comments:

Post a Comment