Thursday, October 22, 2015

শিক্ষাসচিব বড় "বড়" আসন

আগেও আমাদের জ্ঞানী শিক্ষাসচিব নজরুল ইসলাম খান'এর কথা ও কাজে তাকে যথেষ্ঠ উচ্চাভিলাষী মনে হয়েছে; এবং বাস্তবতাও তাই বলে! দেশের কয়েক লাখ টাকার এক একটি ডিজিটাল ক্লাসরুম ইউনিট এখন কি অবস্থা কেউ কি জানেন? দেশের প্রাইমারি স্কুলগুলোতে ক্লাসরুমের জন্য যে প্রজেক্টর আর শিক্ষকদের জন্য ল্যাপটপের শতকরা ১০ ভাগ সচল আছে কিনা আমার সন্দেহ হয়! অথচ আমাদের (সরকারের বলছি না কারণ "আমরাই সরকার"; টাকাটা "আমাদের") কোটি কোটি টাকা এর পেছনে গেছে!

এর চাইতে এই অর্থ স্কুলগুলোর শিক্ষকদের পকেটে দিতে পারলে তারা শিক্ষাদানে আগ্রহী হতেন বলে আমি বিশ্বাস করি!

যাই হোক এটি একটি দীর্ঘ আলোচনার বিষয়; কিন্তু এইমাত্র ৭১ টিভি'র আলোচনায় শুনলাম ক্লাস ওয়ানে ভর্তির ক্ষেত্রে নাকি "অভিভাবকের ঠিকানা"র সার্ভে করা হবে; যে যেই স্থানের মোটামুটি স্থায়ী তারা সেই স্থানের স্কুলে ভর্তির সুযোগ পাবে; বাকিরা না!

তারমানে সোজা কথায়; "সার্ভে" ব্যাপারটা যদি করাই যায় (এহেন সার্ভে "ফলপ্রসুভাবে" করা যায় বলে আমি আস্বস্ত নই; অন্তত বর্তমান অবস্থায়!) তাতে বেইলি রোড আর মতিঝিল; উত্তরা; বারিধারার জন্য বাইরের শিশুদের পথ মোটামুটিরকম বন্ধ!
নে ভাই একটা আলাদা "জোন" তৌরি করা গেল! ঐগুলোই "আশ্রাফ" থাক; বাকিরা "আতরাফ"!

তার প্রশ্নপত্র প্রনয়ণ ও বন্টনের আধুনিক নিয়ম যে মাঠা মারা গেছে তা আর বলতে! তিনি বলেন "একটা সিস্টেম দাড় করতে সময় লাগে"। সময় দিতে দিতে যে আরেকটা ভূল সিস্টেম দাঁড়িয়ে যাচ্ছে!?

যাইহোক! তিনি বিশ্বের ৮০ টি দেশ ঘুরে; বিভিন্ন সভ্যতা দেখে-শুনে অনেক ভূয়ো-দর্শন হয়ত পেয়েছেন; কিন্তু আমার কেন যেন মনে হয় সেগুলো "বাস্তবাতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়; আমাদের সামাজিক ব্যাবস্থা উপযোগি নয়; অত্যন্ত উচ্চাভিলাষী"!

একমাত্র সময়ই বলে দিতে পারে তিনি "দূরদর্শী" নাকি "অন্ধ"! তবে এখন তিনি "চোখে ভালো দেখেন না" বলেই মনে করছি!

Monday, October 19, 2015

লাল সালাম

আজ এক অভূতপূর্ব সমাবেশ হল; অভূতপূর্ব বলছি এই কারণে যে কোন নেতার তুষ্টি অর্জনে নয়; কোন পোষ্ট প্রোমোশন নয়; দলীয় রুটি হালুয়ার লোভে নয়; সম্পূর্ণ নিজ মর্যাদার জন্য নিজের পকেটের টাকা খরচ করে দেশের পুরো একটা অংশের দূর-দূরান্তের যেসকল মানুষ একসাথে হয়েছিলেন তা সত্যিই আমাদের আশার আলো দেখায়!

এমন একটি সুশৃংখল ও আহিংশ সমাবেশের পেছনের ও সামনের সারির সকলকে আজস্র ধন্যবাদ। বিশেষকরে বাহার স্যারকে "স্যালুট"; ডাক্তাররাও তাদের মেরুদন্ড সসোজা করে দাড়াতে পারে শুধুমাত্র এটি বোঝানোর জন্যই তাকে আযুত "লাল সালাম"!

তবে কোন হার্ডলাইন নির্দেশনা আসেনি এ সমাবেশ থেকে; যেগুলো সফটলাইন নির্দেশনা এসেছে সেগুলো হল:
-আমরা আমাদের আগের নিয়মেই আমরাই বেতন বিল সাইন করব;
-আগামী ২১ তারিখ প্রেস ক্লাবে সংবাদ সন্মেলন করা হবে এবং
-আগামী ২৪ তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ থেকে চুড়ান্ত কর্মপরিকল্পনা

কিন্তু.....

এই অল্প অল্প; একটু আধটু করে এগোতে থাকলে আন্দোলন ঝিমিয়ে না যায়! আমরা পেশাজীবিরা ছাত্রদের মত পুরোটা সময় যেমন আন্দোলনে দিতে পারবনা তেমনি গণ-মানুষের সমস্যা যেহেতু নয়; সেহেতু এতে গণ-জাগরণও সম্ভব নয়!
সেহেতু আমাদের এগুতে হবে আরো উদ্যমে; আরো "প্রণব-নাদ-প্রচন্ড" হয়ে; দেখাতে হবে আমরাও "আকাশ হতে বজ্র হয়ে ঝরতে জানি"!

বাসের শ্রমিক যারা মোটামুটি দিন আনে দিন খায় টাইপ; তারা "অন্যায়ভাবে" ৭ ঘন্টা বাস বন্ধ রেখে দাবী আদায়ের (অন্যায় দাবী) অংগীকার নিতে পারে আর আমরা এত্ত এত্ত ডাক্তার একদিন কি "স্ট্যাচু" হয়ে থাকতে পারিনা!

মাত্র "এক" দিন!

স্ট্যাচু মানে স্ট্যাচু! কিচ্ছু করা যাবেনা; কোন ইমার্জেন্সি না; কোন প্রাইভেট প্রাক্টিস না!

এতে করে কোন ডাক্তার না খেয়ে মারা যাবেনা এইটা নিশ্চিত; কোন কোন দুর্ভাগা রোগীকে হয়ত মূল্য দিতে হতে পারে! কিন্তু কিছু করার নাই; রাজনীতির বলি-গুলিতে এত মানুষ মারা যায় তার বদলে এইটুকু ত্যাগস্বীকার করতেই হবে!

এই "একদিন"এর ত্যাগস্বীকার সারাজীবনের জন্য আজ ও আগামীর সকল ডাক্তারদের নটকর্ড থেকে মেরুদন্ড সোজা করে দেবে! কোন সন্দেহ নাই!

হবে সেই একদিন!!?
কবে?

Saturday, October 10, 2015

তুমি যে কি জানো না; তা কি তুমি জানো!?

আমাকে ছোটবেলায় এক স্যার বলেছিলেন : "আচ্ছা তুমি যে 'কি' জানো না; তা কি তুমি জানো?"

কোন কিছু জানতে হলে; আরো-দূর এগোতে হলে এই "কি" জানা খুবঈ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার!

তেমনি...

কোন "সমস্যা"র সমাধান করার একটা অলিখিত শর্ত হচ্ছে সেইটা যে একটা "সমস্যা" এই ব্যাপারটা নিশ্চিত হওয়া। আমরা এই ধাপ নিয়ে কখনো ভাবিই না কারণ ভাবতেই হয়না; আমাদের সহজাত যুক্তিবুদ্ধি আমাদের বলে দেয় "সমস্যা"টা একটা সত্যিকারের "সমস্যা"!

কিন্তু বর্তমানে দেশের এত এত সমস্যা এগুলোর কোন সমাধান হচ্ছেনা এই গোড়ার ধাপটাই নাই বলে! এই সমস্যাগুলোকে আগে স্বীকার করতে হবে সরকারকে যে আসলেই এগুলোই আমাদের "সমস্যা"; তারপরই কেবল সেগুলোর সমাধান সম্ভব!

শুধু ও কেবলমাত্র শুধু তবেই....
মেডিকেল ভর্তি ও পরীক্ষা নিয়ে জট কাটবে
শিক্ষকদের চাওয়া পাওয়া মিলবে
সরকারী বেতন স্কেল নিয়ে সমস্যাও মিটবে
দেশে জংগীবাদের সুরাহাও হবে
বিদেশীরাও এ দেশকে "অনিরাপদ" ভাববে না
ছোট্ট শিশুটির "লাইসেন্সড" পিস্তলের গুলি লাগবেনা

তাই আসুন "সমস্যা" চিনতে শিখি; স্বীকার করতে শিখি ; হ্যা এইটাই "সমস্যা"!

Friday, October 2, 2015

হিন্দি গান ও আল্লা-খুদা

হিন্দী গানে যে পরিমাণ আল্লাহ; খুদা; রাব এইসব শব্দ ব্যাবহার করা হয় সেই তুলনায় ওদের গনশা-দেবা খুবই নগন্য!
ব্যাপারটা এমন কি করে হল!?
কিছু কিছু গানে আবার "খুদা জানে.. তু বান গায়ে হু মেরে খুদা!" বলে সরাসরি শিরক করা হয়েছে! গানটা যতই ভালো লাগুক (ভালো লাগবেই; আমারো লাগে কারণ শয়তান এইটাই চায়; এইটাই "নিউ ওয়ার্ল্ড অর্ডার"!) সাবধান থাকতে হবে ; খুব খিয়াল কইরা!

আবার ওরাই কয়েকবছর আগে দেবদাসে বাড়ির বউ আর নটী (চরিত্রায়ণে ঐশ্বরিয়া আর মাধুরী দীক্ষিত)
একসাথে নাচার দৃশ্যে হলভর্তি লোকে নাকি ছি: ছি: করে উঠেছিল! এখন আবার সেই আধুনিক নটীদের অন্যতম সানি'কে যেভাবে "লালন-পালন" করছে তা বিশ্বয়কর!