আমার কন্যা আমাকে ল্যাপটপের সামনে এতটাই বসে থাকতে দেখে যে আরও দেড় বছর আগে যখন তাকে শিখাচ্ছি, বলত মা নামের নাম কি? মাম কি করে? বাবার নাম কি? বাবা কি করে?
সব যায়যায় ঠিকঠাক থাকলেও বাবা কি করে?
তার বাবা নাকি লাত্যপ চালায়!
মাম দকতের, হসপিটালে যায় আর বাবা ল্যাত্বপ চালায়! 😥
কোয়েকদিন আগে হঠাৎ করে সে বলছে:
আচ্ছা বাবা! আমার ল্যাপটপে মুভি হিয়না কেন?
(আগের দিন তাকে নিয়ে "ভূতের মুভি" দেখেছি! বুলবুল!)
তবে আমি তাকে আশ্বস্ত করেছি, বাবার ল্যাপটপ বেশি ভালো না, বড়; দুষ্টু কারেন্ট লাগে, ওজন - নিয়ে খেলতে কষ্ট হয়!
আমার মেয়ে বলেছে তার ল্যাপটপ বাবারটার চাইতে ভালো; পিংক কালারের, অনেকগুলো বাটন, ওয়ান টু বলে, এবিসি বলে, গানও গায়, আবার অনেকগুলো ছবিও আছে! শুধু বাবার ল্যাপটপের মত "মুভি" হয়না!
তবে বাবা যেন কান্নাকাটি না করে! সে বড় হলে বাবাকে তার মত একটা ভালো ল্যাপটপ কিনে দেবে!
০১/০৭/২০২০
No comments:
Post a Comment