- মা! শোন তোমাকে একটা গল্প বলি!
- ঠিক আছে! বলো!
- একটা দেশে একটা বানর ছিল। সে খুব দু:খিত ছিল।
- দু:খিত ছিল কেন? ওর কি দু:খ ছিল? (দু:খিত মানে দুখি ছিল! 😁)
- ঐ যে! বানরাটা যে পান্তা পছন্দ করত!
- তারপর?
- ও খুব পান্তা পছন্দ করত আর ও খুব দু:খিত ছিল।
- তারপর?
- ওর একটা কাকা ছিল, তার নাম ছিল "মাগুসাগুইয়া সামাসাশি"! (এইটা তার বানানো নাম, এইরকম অনন্ত সংখ্যক শব্দ সে বানাতে পারে, প্রয়োজনমত! 😁)
- এইটা ওর কাকার নাম?
- হুম!
- তারপর?
- ওর একটা দাদু ছিল, একটা দাদাভাই ছিল... ওরাও পান্তা পছন্দ করত। সবাই পান্তা পছন্দ করত।
- তারপর কি হল?
-...
(এভাবেই পান্তাবুড়ির গল্পের সাথে মিশে যায় বানরের গল্প! 🤣🤣🤣)
১১/০৬/২০১৯
No comments:
Post a Comment