Saturday, April 27, 2019

Saturday, April 6, 2019

লবণ কম হইছিল

আজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক মহিলা ওয়ার্ডে যখন নার্স কোন এক রোগীর আত্মীয়কে বলছিল "সরকার তো অনেক করছে, এখন আপনারাও কিছু করেন রোগীর জন্য"! (উল্লেখ্য রোগীর কাছে maicopore ছিলনা এবং নার্সদের কাছেও না থাকায় কিনতে বলা হয়।

পাশ থেকে অন্য রোগীর পুরুষ অ্যাটেনডেন্ট বলছে: "সরকারেরই তো সব দেয়ার কথা!""

মানুষের আসলে চাওয়ার সীমা নাই!
এই বাঙালিকে সন্তুষ্ট করা খুব মুশকিল!

এ দেশের মানুষকে নিজের কলিজা কেটে খাওয়ালেও বলবে : "লবণ কম হইছিল"!

০৬/০৪/২০১৯