আমরা সেই ছোটবেলা থেকে সিনেমাতে দেখে এসেছি নায়ক তার "জীবদ্দশার কোন এক পর্যায়ে" রাত করে বাড়ি ফেরে এবং ফেরার সময় মদ খেয়ে ফেরে! কারণ তার স্ত্রীর প্রতি ভীষণ অভিমান হয়েছে, নিজেকে শেষ করে দেবার জন্য সে মদ খেয়েছে। এমন না যে সে প্রতিদিনই মদ খায়। নায়ক খুব ভদ্র ছেলে এগুলোর ধারে কাছেও নাই, আর এগুলো বেশি দেখাতো শাবানা-আলমগীর যুগের সিনেমায়। তখনকার নায়কেরা তো আরো কনজার্ভেটিভ ছিলো; তারা তো কোন পার্টিতেও যেতনা, আর ছেলেখেলা করেও এখনকার ছেলেদের মত "ড্রিং" করতোনা.
তো সেই যাই হোক, সেই কঞ্জারভেটিভ নায়কের ততোধিক কঞ্জারভেটিভ নায়িকারা কি করে জানতো যে, "মদ" খেলে কেমন গন্ধ হয়!?"
নইলে দরজা খুলেই নাক কুঁচকে নায়কের উদ্দ্যেশে সে কেন বলতো: "তুমি মদ খেয়ে এসেছো!?!!!?"
No comments:
Post a Comment