Monday, July 10, 2017

সময় তো সেই চব্বিশটি ঘন্টাই!

এ যুগে কবি রবীন্দ্রণাথ থাকিলে তাহাকে প্রতি প্রহরে কতটি ফোনকল ধরিতে হইত ইশ্বর জানেন। শরৎবাবু  ফেসবুকে কতশত পার্বতীর শিকার হইতেন কে বা বলিতে পারে!

এখনকার সময়ে আসিয়ে মানব সম্প্রদায় "কমিউনিকেশন স্কীল" এ এতখানিই বুৎপত্তি লভিয়াছে যে তাহার আহার নিদ্রা বলন চলন সবকিছুতেই একপ্রকার "যোগাযোগ-যোগাযোগ" ভাব প্রকট! তাহারা সর্বদা "যোগাযোগ" রক্ষা করিয়া চলিয়াছে! তাহার সবটিই নাকি প্রয়োজনীয়, কতকক আবার "জীবনধারণের জন্য আবশ্যক"এরও কাছাকাছি!

ওহে মানব! তোমরা যে এত "যোগাযোগদর্শিতা" (যোগাযোগে বিষেশ পারদর্শিতা - ইহা একটি নব্যসৃষ্ট শব্দ যাহা তোমাদের প্রচলিত 'জটিল', 'মাম্মা', 'প্যারা' হইতে উন্নত বলিয়া বোধ করি!) অর্জন করিতেছ দিনের চব্বিশটি ঘণ্টার সময় কি কিছুটা বাড়িয়াছে নাকি? উহা তো সেই সেকেলে, তোমাদের বাক্যে "খ্যাত" এর মত আদিকালের ২৪ এই আটক রহিয়াছে!

তো ২৪ ঘন্টার কতটি সময় "যোগাযোগে" দিবে কিছু "গণিত" করা দরকার নহে কি?

সময় যে বড় মূল্যবান!
বড় মহার্ঘ্য বস্তু!
বড় আরাধ্য সম্পদ!

উহার কিছুটা বিভূতিভূষণ নাম্মী হিদু লোকটার মত করিয়া "চোখ মেলিয়া দেখিতে" তাকাও...

ইহাতেও কিছু স্রষ্টার সাথে যোগাযোগ ঘটে কিন্তু!

No comments:

Post a Comment