- বাবা আসো আমরা বন্ধু বন্ধু খেলি!
- সেটা কিভাবে খেলতে হয় মা!?
- তুমি বাবা হবে আর আমি হব বাবার বন্ধু!
ভাবলাম, বেশ ভালো খেলা! মেয়ে নিজেই বাবার বন্ধু হতে চায়!
আমি বললাম:
- আচ্ছা ঠিক আছে!
মেয়ে আমার:
- তুই কেমন আছিস রে!? (সে "বাবার বন্ধু" হয়েছে! সত্যিকারের বাবার বন্ধু; তো বন্ধুর সাথে তো তুই তুকারি করাই যায়! বন্ধুকে কি আর তুমি আপনি বলে!?)
😆😆😆
১৫/১০/২০১৯
No comments:
Post a Comment