Monday, September 23, 2019

Facebook - fakebook

আমি নিজেও ফেসবুক নামের এই "সামাজিক যোগাযোগ মাধ্যমে" নিজের "ভালো" (বা প্রথাগত দৃষ্টিতে "খারাপ না" এমন) কিছুই দিই, খারাপ বা প্রকাশযোগ্য কিছু দিইনা। এটিই স্বাভাবিক প্রক্রিয়া; নিজেকে "ফিল্টার' করে উপস্থাপন। তাই বলে, এমন কিছুই বলিনা, লিখিনা বা পোস্ট করিনা যা সত্যিকার অর্থে "আমি না" বা আমি ওগুলো আসলে আমি "ধারণ করিনা"!

এখন মাঝে মাঝে অনেক পোস্ট দেখে মনে হয় চিৎকার করে বলি:
- ভাই/বোন গো! আপনে যা লিখছেন বা বলছেন তা তো আপনি না, শুধু শুধু "লাইক সিক" কেন করেন! আপনি তো আসলে একটা আস্ত "... যা তা"!!!

কিন্তু পারিনা...
আমিও একটা মেকি, "ফেইক" জীবন বয়ে বেড়াই!

২৩/১০/২০১৯

No comments:

Post a Comment