সাম্মিকে নিয়ে আমরা আগেও রেলগাড়িতে চড়েছি। বগুড়া যাবার সময়। এবার যাচ্ছিলাম ময়মনসিংহ। সাম্মি কি ময়মনসিংহ আগে ট্রেনে করে গিয়েছে?
উম! যাবার তো কথা! মনে পড়ছে না কেন?
তো এইবার রেলগাড়িতে যাবার আগেই তাকে বলে রেখেছি, রেলগাড়ি ঝিক-ঝিক, ঝিক-ঝিক করে চলে! আবার যখন রেলগাড়িতে উঠেই বলেছি
- এই যে দেখেছ মা! রেলগাড়িটা ঝিক ঝিক করে চলতে শুরু করেছে!
সে কিছু না বলে শুনছে! একটু পরেই বলে:
- কোথায় ঝিক ঝিক করে চলছে?
- এই তো শোন মা! ঝিক ঝিক... ঝিক ঝিক...
আমিও ট্রেনের শব্দটা ওকে ধরিয়ে দেবার চেষ্টা করি। এবং আমিও বুঝি যে রেলগাড়িতে আসলে সেই ঝিক ঝিক ছন্দ তুলে চলছে না! কি মুশকিল!
তাও মেয়েকে বলি:
- শোন মা! ভালো করে শোন!
সে কিছুক্ষণ শোনার পর আমাকে বলে:
- বাবা! রেলগাড়ি তো ঠকর-ঠকর করে চলছে!!
বিশ্বাস না হয় যারা ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেনে চলেন খেয়াল করবেন এবার থেকে!
সবগুলো ঠকর-ঠকর করেই চলছে! 😊
২২/০৯/২০১৮
No comments:
Post a Comment