Wednesday, December 27, 2017

রোজনামচা - হিন্দী সিনেমা "টাইগার জিন্দা হ্যায়"

ক্যম্নে ক্যম্নে জানি হল-প্রিন্টের "টাইগার জিন্দা হ্যায়" দেখে ফেললাম! দেখার সময় শুধু প্রিজন ব্রেক এর সিজন ফাইভের কথা মনে পড়ছে! মনে হইছে "প্রিজন ব্রেক; সিজন ফাইভ দ্বারা পুরো সিনেমা প্রভাবিত"!

এমন কি কারো মনে হইছে!? খুব জানতে ইচ্ছে করছে।

ছোট্ট করে রিভিউ:
এমনিতে এইসব হাইপ মার্কা মুভি দেখিনা কিন্ত সালমান খান হাইপ অগ্রাহ্য করতে পারিনাই। সিনেমার "সোয়াগাত" গান আমার কাছে "পুরাই বুলশীট"! ওভারঅল "চলে" টাইপ আআমার কাছে। এছাড়া ভালো প্রিন্টে দেখলে ভালোই লাগবে বলে মনে হয়।

২৭.১২.২০১৭

No comments:

Post a Comment