Sunday, November 26, 2017

উবার যুগের "ছেনঝি" অভিজ্ঞতা

কাল ময়মনসিংহ থেকে ফিরেছি, বাস থেকে নেমেছি মহাখালী কাঁচাবাজার। বাসে বসেই ভেবেছি একটা উবারে চড়ে বসবো। কিন্তু কাঁচাবাজারের সামনে নেমেই দেখি অনেকগুলো সিএনজি, আমি ফোন বের করার আগেই একজন মধ্যবয়সী সিএনজি ড্রাইভার এগিয়ে এলো।

- স্যার! কোথায় যাবেন?
সিএনজি ড্রাইভার আবার স্যার বলে নাকি!?!
- যাত্রাবাড়ী! কত নিবেন?

সে এক হাতে আমার সবচেয়ে বড় ব্যাগটা তুলে নিয়ে বললো: ২৫০ টাকা!

আমি মনে মনে হতবাক! ৩০০ টাকা সেধেছি তাও সিএনজি পাইনাই এমন কত দিন গেছে! আমি উবারে আরামে যাব বলে সিএনজি তে যেতে চাইছি না। বললাম ২০০ পাবেন! (এই টাকায় যাবার প্রশ্নই আসেনা!)

- আর ২০ টাকা বাড়ায়ে দিয়েন স্যার! সে ব্যাগ নিয়ে হাটা শুরু করলো!

তার সিএনজি অন্যদের চাইতেও অনেক দূরে ছিল। সে নিজে আমার দুইটা ব্যাগ সিএনজিতে ওঠালো এবং যথেষ্ট ভালো ব্যবহার করল। (যেটা আসলে সিএনজি ড্রাইভারদের জন্য দূর্লভ!) আমি নিজের সিদ্ধান্ত বদলে সিএনজিতে উঠে পড়লাম।

তো এগুলোই উবার-পাঠাও এফেক্ট!

সবাই "ঠিক লাইনে" চলে আসবে। সময়টা এখন "সেবা/সার্ভিস" দেবার; স্ট্রাইক করেন আর আন্দোলন করেন সেবার যায়গাটাতে মান না বাড়ালে আপনার "ভ্যালু" নাই সেইটা কিছু সিএনজি ড্রাইভারও শিখে গেছে!

দেখে ভালো লাগলো।

Tuesday, November 14, 2017

সূত্র: রেসিডেন্সী

রেসিডেন্সীতে চান্স পাবার একটা সহজ সূত্র:

অন্যেরা যা পারেনা সেগুলো পারতে হবে, অন্য সবাই যা পারে সেগুলো "না পারা" যাবেনা!