Friday, June 30, 2017

গানের আবেগ, মেয়ের আবেগ

আজ মেয়েকে পেটের উপর বসিয়ে শুয়ে শুয়ে গান শোনাচ্ছিলাম।

সাদি মোহাম্মদের সেই দারুণ গানটা:
একবার গাল ভরা মা ডাকে,
মা বলে ডাক, মা বলে ডাক,
মা বলে ডাক মা'কে!
একবার গাল ভরা মা ডাকে!!

পুরোটা গেয়ে ফেলেছি, সে চুপচাপ শুনছে। সাধারণত সে কোন গান শুরু করলেই এতা না, এতা না... বলে পোজাপতি, পোজাপতি (এইটা আপাতত তার জাতীয় সংগীত! কোথাও কোন গান শুনলেই সে পোজাপতিতে চলে যায়!) শুরু করে দেয়।

তো সে পুরোটা শুনছে কিছু বলছেনা দেখে আমি আবারো গাইছি। এবার সে মুখ ফুলিয়ে চোখ ছল ছল করে ফেলেছে...
ও কথা বলোনা..
ও কথা বলোনা... বলেই সে কেঁদে দিয়েছে।

আমি তাকে বুকে জড়িয়ে ধরেছি। মা কত্ত হচ্ছে মা!? কেন কত্ত হচ্ছে মা!?

সে তখন তার মা'কে ডাকছে "মা! মা বলে দাক!"

তার মা টয়লেট থেকে বের হবার পরই "মা! মা! বলে কোলে গিয়ে ভ্যা করে কেঁদে দিয়েছে!"

এইটুকু ছোট মেয়ে এত আবেগ কোথায় পায়!

সে আগে "ও তোতা পাখি..." শুনলেও কেঁদে দিত। এই গান তার সামনে গাওয়া যাবেনা।
আয় খুকু আয় শুনলেও তার কোন এক বাবা আর খুকুর জন্য তার খুব মায়া হয়, চোখ ছলছল হয়, সে কান্না আটকে রাখতে পারেনা...

ও কথা বোলোনা...
ও কথা বোলোনা....

৩০/০৬/২০১৭

Wednesday, June 21, 2017

ঘুম-কথা!

খোকা ঘুমলো পাড়া জুড়ালো থেকে খুকুমণি ওঠরে...
আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে..
আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ..
এই ঘুম চেয়েছিলো বুঝি...

ঘুমের তো দরকার আছেই... শুধু সাহিত্যেই না! জেগে থাকার জন্যেও ঘুম দরকার!

বাঙালী মাত্রই "অলস" ও "ঘুমকাতুরে"!
তবে কোন কোন দেশে দুপুরে খাবার পর "ভাতঘুম" দেয়া রীতিমত "কালচার"! তার নাম হচ্ছে "সিয়েস্তা"! এই নামে (Siesta) আবার একটা দেশী ঘুমের ঔষধ আছে (Bromazepam)!

তবে আমার মত যারা লিওনার্দো দ্য ভিঞ্চি'র নিয়ম অন্তরে ধারণ করেন কিন্তু স্কুল-গোইং বাচ্চাদের মত ঘুমান এইসব স্ট্যাডি তাদের জন্য না!

ও প্রিয় "ভিঞ্চি" নাকি ৪ ঘন্টা পরপর ২০ মিনিট! ঘুমাতেন!

অবশ্য অনেক মহামানবই এই রকম ঘুমিয়ে গেছেন। টমাস এডিসন নাকি দিনের ২৪ ঘন্টার যেকোন এক সময় ঘড়িধরে ৩ ঘন্টা ঘুমিয়ে নিতেন!

অবশ্য এই ঘুম না দিলে তিনি কী করে "বাতি" আবিষ্কার করতেন!? বাতির সলতে হিসেবে তিনি ভেড়ার লোম থেকে সোনার তার.. হেন দ্রব্য নাই ব্যাবহার করেন নাই! (সময় তো লাগবেই) তিনি নাকি ৪০০+ অবিষ্কারের পেটেন্ট নিয়েছিলেন যা তার সময়ে সার্বাধিক! তার একটা প্রজেক্ট ছিল "টেলিপোর্টেশন" মানে "কোন বস্তুকে এক জায়গা থেকে আরেক জায়গায় তারদিয়ে পাঠানো"!!

যাইহোক এই লিস্টি লম্বা!

আবার যারা সারাদিন নাক ডেকে ঘুমাতেন এবং ঘুম থেকে যে অল্প সময় জেগে ছিলেন তাতেই পৃথীবি তার নাম মনে রেখেছে সেই লিস্টিও কম না! "ঘুমকাতুরে"দের আর পালে হাওয়া দিয়ে লাভ নেই তাই সেই লিস্টি দিচ্ছিনা!

২ দিনের দুনিয়া; তার দেড় দিনই তো ঘুমিয়ে কাটাই। তাও শেষঘুম দিলে তো দিলামই...😰

যারা "মানব" তারা নীচের গবেষণা মেনে চলবেন আর যারা "অতি-মানব" তারা নিজেদের মত ঘুমাবেন!

হ্যাপী স্লিপিং!