প্রশ্নপত্র ফাঁস চলছেই!
এমন কি পরীক্ষা নাই যে প্রশ্ন ফাঁস হয়নাই! জেএসসি, এসএসসি, এইচএসসি থেকে মেডিকেল ভর্তি পর্যন্ত! মোটামুটিভাবে হাক-ডাক করেই প্রশ্ন ফাঁস করা হয়েছে আর সরকার সেই ব্যর্থতা অস্বীকার করে সমস্যা জিইয়ে রেখে বিদ্যুত গতিতে ফলপ্রকাশ করে দিয়ছে। দেশের স্বাস্থ্য-শিক্ষাব্যবস্থার এঈ অবনমনে কে কতটুকু পেল আর কোথায় কতখানি ক্ষতি হল?
কিছু অর্থলোভী কুলাংগার হয়ত টাকার জন্য প্রশ্নগুলো শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছেন; কিন্তু এই বিপুল পরিমাণ অর্থ যোগান কি এই এইচএসসি পাশ করা শিক্ষার্থীরা দিয়েছে?
না! মোটেই না! প্রতিটি অর্থ এসেছে অভিভাবকের পকেট থেকে! তারা "এককালীন বিনিয়োগ" হিসেবে পাওয়া প্রশ্নটি তুলে দিয়েছেন তাদের সন্তানদের হাতে!
তাহলে ঘটনা কি দাড়ালো!? সরকারি যে সুবিধাটুকু মেধাবী কিন্তু বিত্তহীনদের জন্য ছিল সেটুকু দখল করে নিল বিত্তশালী কিন্তু "পতিত চরিত্রের" কিছু মানুষ! আর বেসরকারিভাবে চিকিৎসা শিক্ষার অংশটুকু তো আগে থেকেই বিত্তশালীদের হাতে (বরং এইবার হয়ত এটা বলা হবে; এই অংশটুকু সত্যিকারের মেধাবী!)
আর যে ছেলেটা, যে মেয়েটা দিন-রাত পড়েছে; প্রশ্ন পাওয়ার চেষ্টা করেনি; যার অভিভাবকেরা এখনো সন্তানের মনুষত্বকে কলুষিত করেনি তাদের জন্য কি উপহার থাকল? রাষ্ট্র তো তাদের কিছুই দিতে পারল না! বরং এটা বুঝিয়ে দিয়েছে- দেশটা; দেশের মানুষেরা সব ভেতরে ভেতরে পচে গেছে!
কদিন পর যদি আমাকে আমার ছোট্ট শিশুটা প্রশ্ন করে "আমার দেশটা এমন কেন? মানুষগুলো এমন কেন?"
তখন আমি কি উত্তর দেব? ওকে কোন পথ দেখাবো? কোনো আশার কথা; সম্ভবনার কথা কি আমি শোনাতে পারব?