Monday, January 19, 2015

অসম্মানজনক পরিচয় "ডাক্তার"!!?

কি আশর্য ঘটনা!

আমি এম বি বি এস পাশ করে ডাক্তার আর এক লোক এস এস সি পাশ করে তিন বছরের কোর্সেই নাকি "ডাক্তার"! লোকের আবার তাদের উপর অনেক "ভক্তি"; তারা একাই সকল বিষয়ে পারদর্শী; মহিলা-পুরুষ থেকে শিশু - গাইনি;  মেডিসিন থেকে সার্জারি (Ortho - ই নাকি তাদের সবচেয়ে বেশী "অর্থ" আনে! সুজোগ থাকলে Burrhole / Open heart Surgery এগুলোও করিয়ে ফেলত!)

আসলে ওরা কি পারেনা তারা শুধু সেই লিষ্টিটা করার চেষ্টা করি;
“নাথিং” ইস ইন দিস লিস্ট!
এমন কিছু নাই যাহা তাহারা পারেন না!

সত্যি বলতে কি প্রথমে আমি অন্যদের বলতামঃ "আহা! এখন নাহয় আমরা (৩৩ তম বিসিএস এর প্রায় সাড়ে ছয় হাজার ডাক্তার! একসাথে এত যোগ্যতাসম্পন্ন মানুষকে পুরো দেশে ছড়িয়ে দেয়াটা একটা বিশাল ব্যপার!) আছি কিন্তু যখন আমরা ছিলাম না তখন একটা বিশাল জনগোষ্ঠীকে ওরাই চিকিৎসা দিয়েছে; সেইটা হেলাফেলা করার ব্যাপার না!"

কিন্তু---
ঠিক এখন, আমি তাহারা কি করেন; কেমন করিয়া চিকিৎসা দেন; দেখিয়া আল্লাহ পাকের কাছে শুকর আদায় করি। খোদা তুমিই ছিলে আর আছ!  নইলে ডায়াবেটিক রোগিকে স্টেরয়েড; মা মচকানিতে সেফট্রায়াক্সন; খালি হাতে ময়লা ব্লেড দিয়ে স্কাল্প এর ফোড়া কাটা; লোকাল দিয়ে নিজেদের চেম্বারের টেবিলেই ফাইব্রোএডেনোমা! (ওমা!!) করা; কম্পাউন্ড ফ্রাকচারে প্লাশটার করা (সাথে আবার “জাব” নামের এক ব্যপার চালু আছে); কথায় কথায় এ্যাবরশন - ক্লিয়ার করা ”(এর প্রকৃত চিত্র যে কত ভায়াবহ তা নিজে না দেখলে বিশ্বাস করা কঠিন); দেড় মাসের বাচ্চারে ক্লিয়ার লাংসে সেফেপাইম.... (আর কত বলব! এইগুলা আমার একদিনের অভিজ্ঞতা মাত্র!..এমন না জানি কত আছে!?..)

এখন আর আগেই "মনে হওয়া"তে নাই আমি। এখন মনে হয় এই অপ-চিকিৎসা দেয়ার চেয়ে না দেয়া হাজারগুন উত্তম! "প্রাইমারী রিলিফ" দেয়ার নামে তারা যা করে তা কল্পনাও করা যায়না; মেনেও নেয়া যায়না! তাদের এই রোগী দেখার আসীম আগ্রহ ও ধৈর্য্যের কারণ যদি কেউ তাদের ভাষ্যানু্যায়ী "কি করব! মানুষ আসে, তাদের তো আর ফিরায়ে দিতে পারিনা, গরীব মানুষ" এই বাক্যে আপ্লুত হন তাহলে আপনি একটি "মহাভুল" করেছেন! আমি বয়সে আমাদের অনেকের হাটুর সমান এক মহামান্য SACMO  (এরা “সাব এসিস্টেন্ট কমিউনিটি” কথাটা “এসএসি” হিসেবে লেখে আর “মেডিকেল অফিসার” কথাটা বড় করে লেখে!) বলতে শুনেছি
"প্রথম প্রথম আমি গেঞ্জী (টি-শার্ট) পরে ডিউটি করতাম, পরে বুঝছি কত্ত বড় ভুল করতাম, পরে আর কোনদিন ডিউটিতে গেঞ্জী পরিনাই!"
কেন!?
তিনি গেঞ্জী আর কোনদিন পরেননাই কারন......
লোকে টাক গুজে-দিবেটা কোথায়!!?

তারা ২৪ ঘন্টার "ইমার্জেন্সি" কে "২৪ ঘন্টার আউটডোর" বানায়ে ফেলেছে! পুরো চিকিৎসা ব্যাবস্থাটাকেই বুড়ো আঙ্গুল দেখিয়ে সমানে কাগজ গুঁজছে আর ডাক্তারদের তাদের "অপচিকিকিৎসা"র ফলে সৃষ্ট সমস্যার দায়ভার বইছে ডাক্তার, তথা সরকার তথা পুরো ব্যাবস্থা!!! কখনও কি শুনেছেন "স্যাকমো'র ভুল চিকিৎসায় প্রসূতির/নবজাতকের/অমুকের মৃত্যু"? শোনেননি। কিন্তু প্রকৃত চিত্র কিন্তু তাই! এই প্রসঙ্গে আমি বলি আমার এলাকায় এক "কোয়াক" (না "স্যাকমো" পদে তিনি নাই) "গোয়ালঘরে টন্সিলেক্টমি করিয়াছেন" (ইহা তাহার সারাজীবনের একটি তুচ্ছঘটনা মাত্র)!!
আর কি বলিব!!?
আমি কোথায়? বাংলাদেশ, গোপালগঞ্জ, এইখানেই এই অবস্থা যা আসলে দেশের একটা 'আসল চিত্র' প্রকাশ করে!


আমার নিজের এখন "ডাক্তার " পরিচয়টাকে মাঝে মাঝেই অসম্মানজনক মনে হয়; লোকে ওই ব্যাটাদের বলে ডাক্তার (তাদের আবার এলাকায় দাপটের কারণে লোকের উচ্চারণ থাকে "ডক্টর"; নামের পরে "স্যার"!!!) আর আমি আমার ইথিক্স - মোরালিটি নিয়ে 'সরকারের কলম-ঘষা কেরানীমাত্র'!