Friday, October 13, 2023
শাহাবুদ্দীনের আঁকা
আমি চিত্রশিল্পীদের আঁকা "ভালো বুঝিনা"!
কেন লোকজন ভ্যান গগাকে নিয়ে এত "মাতে"; কেন দালির "অদ্ভুত" ছবি এত জনপ্রিয়!
অবশ্য এইগুলো যে কিছুটা "আরোপিত" সেইটা তো ঠিকই; "সময়" একটা জিনিসকে ভালো বলছে, বাহবা দিচ্ছে; তারমানে ব্যাপারটা "সেই"!
যদিও আমার আসলে যেইটা দেখে বুঝি সেই ছবি ভালো লাগে; ভিঞ্চির ছবির ডিটেইল আর ওর পেছনের নকশা, বিজ্ঞান এইগুলা "সহজ বোধে" আসে আর কি!
সেদিন সুযোগ পেয়ে ভাবলাম কন্যাকে নিয়ে আমাদের অধুনা সময়ের সবচে আলোচিত চিত্রশিল্পী শাহাবুদ্দিনের কাজ দেখে আসি।
আমি ইতং বিতিং বুঝানোর কারণে মেয়ের মনে হয়েছে খুব মজার কিছু দেখতে যাচ্ছে! যদিও এইসব ছবি ঠিক শিশুদের ছবিও না; স্বাভাবিকভাবেই সে বলেছে "উইয়ার্ড", "বোরিং"; "আঁকা ভালো হয়নাই"! 🤣 আমি এটাই খুশি!
তবে আমার একটা নিরীক্ষণ হচ্ছে শিল্পী এস এম সুলতানের মত এই শিল্পীরও পেশীবহুল মানুষে উদ্যম আর শক্তি খোঁজার প্রয়াস আছে। সুলতানের যেমন নারী পুরুষ নির্বিশেষে সবাই পেশী শক্তির অধিকারী তেমনি শাহাবুদ্দিনের ছবিতে সবাই পেশী কথা বলছে!
অথচ শিল্পী দুজনই নিজেরা ছিলেন হার জিরজিরে দেহের অধিকারী!!
এইটা "প্রকৃতির খেল" নাকি নিজেরা পেশিহীন হওয়ায় শিল্পীর "মনের খেদ- এর প্রকাশ"; নাকি নেহায়েত "শিল্লের তাড়নায়" সেটা আমি জানিনা!
ছবির সংখ্যা কম না তবে আরো আছে হয়ত কোথাও কোথায় ছড়িয়ে; প্রায় সবই বিভিন্ন সংগ্রহ থেকে ধার করে আনা।
শুনেছিলাম সুলতানের শত শত ছবি "রাখার জায়গায় অভাবে" বৃষ্টি রোদে নষ্ট হয়েছে! আমাদের ছবি দেখার পুরোটা সময়ে আমরা বাপ বেটি দুজনেই ছিলাম, বাকি দর্শনার্থী কেউ ছিলনা! এ থেকেই বোঝা যায় আমাদের শিল্প নিয়ে "বোধ"!
১১/১০/২০২৩
লেবেলসমূহ:
Shahabuddin,
এস এম সুলতান,
চিত্রশিল্পী,
শাহাবুদ্দীন
Subscribe to:
Posts (Atom)