Sunday, January 5, 2020

মেয়ের প্রথম স্কুলে যাওয়া

আজ প্রথম সাম্মি সোনা স্কুলে গিয়েছে! 
সকালে উঠতেই পারছিলনা, তার মা অসম্ভব ধৈর্য নিয়ে তাকে উঠিয়েছে, খাইয়েছে, স্কুল ড্রেস পরিয়ে স্কুলে নিয়ে গিয়েছে। আজকে সে ছুটি নিয়েছিল, আমিও বাসায় ছিলাম তার সাথে স্কুলে যাবার জন্য। মাও ছিল সাথে। প্রথম স্কুলের দিনে সে ছিল গম্ভীর! 
 
হাসো মা!
বলার পর একটুখানি হেসেছিল! 
বাকি পুরোটা সময় সে ছিল খুব গম্ভীর! 

বাসায় এসে যখন তাকে তার মা বলল: "সাম্মি তো অনেক সাহসী বেবী! মা তো ভেবেছিল সাম্মি কান্নাকাটি করবে!"
মেয়ে বলে কি: "আমার অবশ্য একটু একটু কান্না পাচ্ছিল!"

সে কেদেই ফেলত, তার "পার্সোনালিটি"র কারণে পারেনাই। মাম তাকে বলেছে "কাদে বোকা বেবিরা"! আর সাম্মি তো বোকা বেবী না! সাহসী বেবী!