Thursday, June 28, 2018

জার্মানির ২০১৮ বিশ্বকাপ মিশন শেষ!

ফুটবলে "নম্বর এক" দল জার্মানি এই বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেল! অবশ্যই এই বিশ্বকাপ তার জৌলুস হারাবে, সত্যিকারের "ক্লাসিক ফুটবল" খেলা দল জার্মানি। দারুন উপভোগ্য তাদের খেলা দেখা!

এই বিশ্বকাপে যাদের খেলা ভালো লেগেছিল তাদের মধ্যে ইরান ও মরক্কোর কেউ উঠুক চাইছিলাম। ওরা আসলেই দারুন খেলেছে, শুধু "জয়ের অভ্যাস" নেই বলে পারেনি।

সভ্য দেশ জাপান উঠেছে বলে খুশি।

ইতালি আসেইনি আর জার্মানি বাদ, দেখা যাক আর কি দেখায় "জমে ওঠা" বিশ্বকাপ!

২৮/০৬/২০১৮