Tuesday, March 6, 2018

প্রকৃতি আমায়, কী শেখাতে চায়?

পরপর দুটো ফোন হারিয়ে ফেললাম! তাও মাত্র ২ সপ্তাহের কম সময়ের ব্যবধানে!

নতুন ফোনটা কিনলাম কত গবেষণা করে। ভালো ছবি, সনি সেন্সর এইসব দেখে। মাত্র চারদিনের মাথায় নিয়ে গেল! ঐটা নিয়ে বাইরে গেছি দুইদিন মাত্র। চাইনিজ এ্যপ, ল্যাংগুয়েজ কত ঝামেলা করে বাদ দিলাম; কন্টাক্ট গোছালাম কত্ত সময় ব্যয় করে!!

ইচ্ছা ছিল নতুন জায়গায় নতুন করে শুরু করব। ভালো করে শুরু করব, পড়াশোনাটা ফোনেই গুছিয়ে ফেলার চেষ্টা করব। কীসের কি!

একেবারে বোকার হদ্দ বনে গেলাম!!!

এই বস্তুগত জিনিস হারানোতে যে এত কষ্ট লাগতে পারে! ধারণা ছিলনা!!!

০৪/০৩/২০১৮