Wednesday, October 5, 2016

০৯.০৮.২০১৬

আমার প্রায় সবসময়ই কোথাও যাবার ক্ষেত্রে কেমন উত্তেজনা-শংকা কাজ করে। এটা ছোটবেলায় হতনা কিন্ত এখন একা যাবার ক্ষেত্রে এমনটা হয়। এমনিতেই আমি ঘরকুনো মানুষ; কাজের জন্যেও পারতপক্ষে আমি কোথাও যাইনা; কাজ বাদ।
যেতেই হবে পরিস্থিতিতে আমার প্রিপারেশন লাগে অনেক; মোট যাত্রা সময়ের চাইতে প্রস্তুতিতে সময় বেশী যায় এমন অবস্থা! আমার মোটামুটিরকম যুক্তিচিন্তা বলে এইটা মানা যায়না; খুবই অপচয়!

আজকেও এমনটা হচ্ছিল। কিন্তু প্রথা ভাংবার জন্যই খুবই ক্যাজুয়াল ছিলাম; সকালে উঠেছি একটু দেরীতে আর ব্যাগপত্রও কিছু আগে থেকে গোছানো ছিলনা! অনেকদিন পর পর ঢাকা যাই বলে অনেক ছোটখাটো কাজ জমে থাকে!

সকালে আধোঘুমে স্বপ্ন দেখলাম আমি বাদ মিস করেছি এবং কোন এক অসীম পথের ধারে অনিশ্চিত বসে আছি; কিন্তু ভাড়াও আমাকে দিতেই হবে! আরো কি কি আতংক ছিল স্বপ্নটায় এখন ভালো মনে পড়ছেনা!

শুধু একটা গানের কলিটা; কি দারুণ সুর ছিল সেটাতে : শুকনো পাতা হয়ে ঝরবো তোমার জানালায় তুমি জানালা খোলাই রেখো

আবার ঘুম ভেঙ্গেই যে লাইনগুলো মাথায় এসে হুড়মুড় করে পড়েছে সেগুলো হচ্ছে:
"ফিরে এসো সুরঞ্জণা!
নক্ষত্রের রুপালী আগুন ভরা রাতে
ফিরে এসো হৃদয়ে আমার!"

তো যেই আমি সবসময় বাসের জন্য অপেক্ষা করি; আমার বাস আসেনা আমার পরে আসা যাত্রীরা বাসে উঠে চলে যায় সেই আমি আজ পুরো বাসকেই প্রায় দশ মিনিট অপেক্ষায় রেখেছি; বাসের চাকা থেমেছে একেবারে ফেরীতে উঠে তাও শেষ যানবাহন-গাংমারী! চমৎকার আবহাওয়া; বৃষ্টি নেই মেঘ আছে; রোদ নেই বাতাস আছে; সাথে আমার আম্মুটাও নেই তাই প্রবল-প্রমত্তা পদ্মার চার্মটুকুও আছে! লাইফ ইস এক্সট্রাওর্ডিনারি টুডে!!!

০৯.০৮.২০১৬