গ্রামের "সহজ-সরল" মানুষগুলো আসলে কত যে "সহজ-সরল" তা আমি আমার জীবদ্দশায় বুঝতাম না।
শহুরে রাজনীতিতে হয়ত "পলিটিক্স" ঢুকে গেছে কিন্তু গ্রামের রাজনীতিতে "ভিলেজ পলিটিক্স" ঢুকে গেছে! "ভিলেজ পলিটিক্স" এমনই জিনিস যে এর উপর "পিএইচডি" চালু করা যায়! (আমি সিরিয়াস!)
এরা কারণে অকারণে মারে-মারা খায়-মারা যায়!
শুনতে খারাপ লাগলেও ইহাই সত্য!
আপনি এদের ভালো করতে চাইলে এরা ভাবে "নিশ্চই মতলব আছে"; চাইলেও এদের ভালো করতে পারবেন না!
এখানকার লোকের "কমন সেন্স" সবচাইতে "আনকমন"; বিশেষকরে নারী বা মহিলাদের অবস্থা ভয়াবহ খারাপ! এদের চিকিতসা করতে গেলেই আপনার "আয়োডিন" নামক মৌলটির কথা বারবার মনে পড়লে বাধ্য!
আমার এলাকা আবার এক কাঠি সরেস! এখানে সবাই নিজেকে "নেতা"জ্ঞান করে! যে সে নেতা না ডাইরেক্ট "বঙ্গবন্ধু"! তো এক এলাকায় সবাই "বঙ্গবন্ধু" হলে কী হয়!?
এই রমযান মাসের ভোরে অনেক কষ্ট নিয়ে এই কথাগুলো লিখছি! এমনিতেই এখানে লোকেদের "বিনোদনের অন্যতম মাধ্যম" হচ্ছে "মারামারি"; তারপরেও ভেবেছিলাম হয়ত রোজার মাসে শয়তান যেহেতু বন্দী এই "ফিজিক্যাল এ্যসল্ট" কিছুটা কমবে! কিন্তু কীসের কী!?
এখানে লোকেরা ইফাতারের আগে মারামারি করে...
ইফাতার করে মারামারি করে...
সেহরি খেয়ে মারামারি করে...
ইফতার-সেহরি তাদের কাছে মারামারি করবার জন্য আলাদা সময় মাত্র!